সুযোগ পেলে সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনবো — উপদেষ্টা আসিফ
অনলাইন ডেস্ক | ত্রিশাল হেল্প সেন্টার নিউজ
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৫:৫৩
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে দেশের সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা আছে। রোববার (২ নভেম্বর) তিনি নিজের ফেসবুক পেজে এ কথা জানান।
উপদেষ্টা আসিফ তার পোস্টে উল্লেখ করেন, তরুণদের মৌলিক সামরিক শিক্ষা ও সচেতনতা বাড়ালে দেশের নিরাপত্তা শক্ত হবে এবং যারা দেশীয় স্বার্থবিরোধী কার্যক্রম চালায় তাদের সুনীল-প্ররোচনাকে মোকাবিলা করা সহজ হবে। তিনি বলেন, “সিস্টেমের ভেতরে থাকা গোলাম এজেন্টদের কারণে আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা দেখা দিয়েছে, ফলে প্রকল্প পাশ করতেও আট-নয় মাস সময় লেগে গিয়েছে।”
আসিফ আরও বলেন, বিএনসিসি (BNCC) ক্যাডেটরা বার্ষিক ক্যাম্পে উন্নত প্রশিক্ষণ পায়; তিনি নিজেও সেই প্রশিক্ষণ নিয়েছেন। ভবিষ্যতে এই প্রশিক্ষণ বেশি পরিসরে এবং উন্নত আকারে পরিচালনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
উপদেষ্টা বলেন, “কখনো যদি আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাই, ইনশাআল্লাহ সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আবো। আমাদের ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় সার্বভৌমত্ব রক্ষা করতে গনতান্ত্রিক প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য।”
Leave a Reply