1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:১০ অপরাহ্ন

আল-আকসা মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্র ইসরাইলের

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৩ বার

🕋 আল-আকসা মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্র ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক | ত্রিশাল হেলথ সেন্টার
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, সকাল ৬:১০

দীর্ঘদিন ধরেই পবিত্র আল-আকসা মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। পরিকল্পনার অংশ হিসেবে মসজিদের আশপাশে গোপনে খননকাজ পরিচালনা করছে তারা, যার ফলে ঐতিহাসিক এই মসজিদটি ধসে পড়ার আশঙ্কায় রয়েছে।

জেরুজালেম গভর্নরেটের উপদেষ্টা মারুফ আল-রিফাই জানিয়েছেন, এই খনন কার্যক্রম মূলত পুরোনো জেরুজালেম শহরের ইসলামি স্থাপনাগুলোকে “ইহুদিকরণ”-এর বৃহত্তর পরিকল্পনার অংশ। তিনি বলেন, এসব কাজ ইসলামি আইন ও ঐতিহ্যের পরিপন্থী।

⚠️ সুড়ঙ্গ খননের আড়ালে ভয়াবহ পরিকল্পনা

আল-রিফাইয়ের ব্যাখ্যায় জানা যায়, ইসরাইল এই সুড়ঙ্গগুলোকে ‘সিটি অব ডেভিড’ নামে অভিহিত করছে। এখানে পুরোনো জলপথ শুকিয়ে সুড়ঙ্গ, জাদুঘর ও সিনাগগে (ইহুদি উপাসনালয়) রূপান্তর করা হচ্ছে।
একটি ঐতিহাসিক পথ, ‘জাব্বানা মার্কেট’, এখন ইহুদি পর্যটন রুটে পরিণত হয়েছে — যা আল-আকসা মসজিদের নিচের স্থাপত্যিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

🏚️ ইসলামি ঐতিহ্য মুছে ফেলার প্রচেষ্টা

জেরুজালেম প্রশাসনের মতে, ইসরাইল “ধর্মীয় গল্পগাঁথা”র অজুহাতে নতুন দখল বাস্তবতা তৈরি করছে, যাতে করে ফিলিস্তিনি উপস্থিতি মুছে দিয়ে বসতি স্থাপনকারীদের আধিপত্য প্রতিষ্ঠা করা যায়।
এই প্রচেষ্টা পুরোনো জেরুজালেমের আরব-ইসলামি চরিত্র ধ্বংসের একটি পরিকল্পিত পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

🚧 সামরিক অবরোধ ও মানবাধিকার লঙ্ঘন

এছাড়াও দখলদার বাহিনী শেখ জাররাহ মহল্লাসহ বিভিন্ন এলাকায় সামরিক অবরোধ জারি করে স্থানীয় ফিলিস্তিনিদের চলাচল সীমিত করছে।
বহু এলাকায় ইসরাইলি সেনারা সামরিক যান মোতায়েন, রাস্তা বন্ধ, ও চৌকি স্থাপন করে রাখছে, যার ফলে স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন প্রায় অচল হয়ে পড়েছে।

🕊️ মানবতার আহ্বান

বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই কর্মকাণ্ড মূলত “জেরুজালেমকে একটি ইহুদি শহর প্রমাণের ইহুদিকরণ প্রকল্পের অংশ”।
আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে, যেন তারা দ্রুত এই খননকাজ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং পবিত্র আল-আকসা মসজিদকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে।

✍️ ত্রিশাল হেলথ সেন্টার বিশ্ব মুসলিমদের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানায় এবং পবিত্র আল-আকসা মসজিদ রক্ষায় আন্তর্জাতিক ঐক্য ও পদক্ষেপের আহ্বান জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep   Nov »
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews