ত্রিশালে মরা মুরগির মাংস বিক্রিতে ২০ হাজার টাকা জরিমানা
ময়মনসিংহের ত্রিশালে মরা মুরগির মাংস বিক্রির অভিযোগে দুইজনকে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মরা মুরগির মাংস বিক্রির অপরাধে দু’জনকে আটক করে দুটি পৃথক মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, জনস্বাস্থ্য রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
👉 স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে ভেজাল ও নোংরা খাদ্যপণ্য বিক্রি অনেকটাই কমে আসবে
Leave a Reply