1. online@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@trishalhelpcenter.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

চির যৌবনের দূত নজরুলের কৈশোর কেটেছে ত্রিশালের এই বাড়িতে

  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৬৪ বার

🟥 চির যৌবনের দূত নজরুলের কৈশোর কেটেছে ত্রিশালের এই বাড়িতে
ত্রিশাল হেল্প সেন্টার ডেস্ক | ৪ আগস্ট ২০২৫

বাংলা সাহিত্যের বিদ্রোহী প্রতিভা, চির যৌবনের দূত ও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-কে প্রথম আপন করে গ্রহণ করেছিল ময়মনসিংহের ত্রিশালবাসী। তাঁর ছন্নছাড়া জীবন যখন অনিশ্চয়তায় টলমল, তখন ত্রিশালের দারোগা কাজী রফিজ উল্লাহ-এর মানবিক হাত বাড়িয়ে দেওয়ায় কবির জীবনে আসে নতুন মোড়।

দারোগা সাহেব নজরুলকে ত্রিশালের দরিরামপুর স্কুলে ভর্তি করে দেন এবং নামাপাড়ার বিচুতিয়া ব্যাপারী বাড়ির একটি ঘরে জায়গীরের ব্যবস্থা করে দেন। সেই ঘরেই কাজী নজরুল ইসলাম সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। এখানেই কবির শৈশবের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়।

🔥 আজ সেই মূল ঘরটি আর না থাকলেও, তার স্মৃতির ভিত্তিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নজরুল ইনস্টিটিউট একটি চৌচালা ঘর পুনর্নির্মাণ করেছে। এটি আজকের নজরুল স্মৃতি কেন্দ্র, যা ত্রিশাল উপজেলা সদরে অবস্থিত এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অদূরেই।

📚 বর্তমানে এই স্মৃতি কেন্দ্রে রয়েছে একটি সমৃদ্ধ যাদুঘর, যেখানে সংরক্ষিত আছে—

কবির নিজের হাতে লেখা দুর্লভ হস্তলিপি,

কবির ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী,

দুর্লভ আলোকচিত্র এবং

তাঁর রচনাসমূহ।

🔖 দেশের বিভিন্ন প্রান্ত থেকে নজরুল গবেষক, নজরুল সংগীতশিল্পী ও হাজারো ভক্ত এখানে নিয়মিত আগমন করেন। বিশেষ করে কবির জন্মজয়ন্তী উপলক্ষে এখানে আয়োজন করা হয় নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

🔵 ত্রিশালের এই স্মৃতিবিজড়িত স্থানটি আজ শুধুমাত্র একটি ঐতিহাসিক নিদর্শনই নয়, বরং নজরুলপ্রেমীদের জন্য একটি গবেষণাকেন্দ্র ও তীর্থস্থান। এখানে দাঁড়িয়ে আজও যেন শোনা যায় নজরুলের বলিষ্ঠ কবিতার ধ্বনি—

> “আমি চির বিদ্রোহী বীর — বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা…”

 

📍 ত্রিশাল হেল্প সেন্টার | ঐতিহ্য সংরক্ষণে আমরা অঙ্গীকারবদ্ধ
#নজরুল_ত্রিশাল #জাতীয়_কবি #নজরুল_ইনস্টিটিউট #ত্রিশাল_হেল্প_সেন্টার #বাংলা_সাহিত্য #ত্রিশালের_গৌরব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul   Sep »
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Theme Customized By BreakingNews