🔴 জন্মনিয়ন্ত্রণে সবচেয়ে বড় ব্যর্থতা বাংলাদেশের — মন্তব্য অভিনেতা জয়
ত্রিশাল হেল্প সেন্টার প্রতিবেদক ● ৩১ জুলাই ২০২৫
ছোট ও বড় পর্দার সমালোচিত মুখ, অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি এক মন্তব্যে জানিয়েছেন,
“স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা জন্মনিয়ন্ত্রণে।”
তিনি বলেন,
“এত মানুষ — এজন্যই সব কিছুই বেশি বেশি।
বেশিরভাগ মানুষ জনশক্তি না হয়ে সমাজের বোঝায় পরিণত হয়েছে।
কথা বেশি, চাহিদা বেশি, লোভ, হিংসা, দুর্নীতি, রাজনীতি সবই বেশি।
অথচ সবচেয়ে কম মনুষ্যত্ব আর নম্রতা।”
সময়ের সমালোচিত আলোচিত অভিনেতা মনে করেন,
অতি জনসংখ্যার কারণেই সমাজে বৈষম্য, দুর্নীতি, হিংস্রতা ও অস্থিরতা দিন দিন বাড়ছে।
Leave a Reply