কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি: বিভ্রান্তিকর প্রচারের প্রতিবেদন দিল রিউমর স্ক্যানার
ঢাকা, ২৩ মে ২০২৫
কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য ভুল ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং সংস্থা রিউমর স্ক্যানার।
রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক টিমের মতে, এই ধরনের যৌথ প্রশিক্ষণ কার্যক্রম নতুন কিছু নয়। বরং বিগত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে কক্সবাজারসহ বিভিন্ন স্থানে এমন মানবিক ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
—
বিদেশি গুজব ও বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা বাড়ছে
প্রতিবেদনে আরও জানানো হয়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশকে ঘিরে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। ভারত থেকে পরিচালিত বেশ কিছু ফেসবুক ও ইউটিউব চ্যানেল এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।
রিউমর স্ক্যানার দাবি করেছে, দেশ-বিদেশ থেকে একটি চক্র পরিকল্পিতভাবে বাংলাদেশের সামরিক ও কূটনৈতিক ইস্যুতে গুজব ও অপপ্রচার ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
—
মাত্র এক মাসেই ২৯৬টি বিভ্রান্তিকর তথ্য শনাক্ত
২০২৫ সালের এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া মোট ২৯৬টি ভুল বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। এই তথ্যগুলো ফেসবুক, ইউটিউব, এক্স (সাবেক টুইটার), হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো হচ্ছিল।
—
এই প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের গুজব ও অপপ্রচারের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে রিউমর স্ক্যানার। প্রতিষ্ঠানটি সকলকে তথ্য যাচাই না করে তা শেয়ার না করার আহ্বান জানিয়েছে।
Leave a Reply